শৃঙ্খলাভঙ্গের অপরাধে কুমিল্লায় জাসাসের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার তিতাসে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মুন্সীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। শনিবার রাতে কুমিল্লা (উত্তর) জেলা জাসাসের সদস্য সচিব এসএম মিজানের স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ প্রদান করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এর সত্যতার নিশ্চিত করেছেন।

কারণ দর্শানো নোটিশ সূত্রে জানা যায়, উপজেলা বাতাকান্দি বাজারে অবৈধ ড্রেজিং ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও জাসাসের নিয়ম শৃঙ্খলা বর্হিরভূত অপরাধযোগ্য কাজ হিসেবে বিবেচিত হওয়ায় উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন এবং উপজেলার জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি ভূঁইয়ার বাজারে বিএনপির কার্যালয় সংঘবদ্ধভাবে ভাঙচুর, দলীয় প্রধানের ছবি ভাঙচুরের অপরাধে মামলা রুজু হওয়ায় উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মুন্সীকে ৪ মার্চের মধ্যে নোটিশের জবারের জন্য নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন বলেন, আমরা উভয়ে চিঠি পেয়েছি। একটু ভুল বোঝাবুঝি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এর জবাব জেলা কমিটিকে পাঠাব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত