হাসপাতালে খালেদা জিয়ার পাশে দেড় ঘন্টা ছিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে এভারকেয়ার হাসপাতালে দেড় ঘন্টা ছিলেন তারেক রহমান। গতকাল বিকেল ৫ টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমান। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন হাসপাতালে।

পরে তিনি গুলশানের বাসার যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। সেখানে থাকবেন তিনি। বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে।

এর আগে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ফিট) গণসংবর্ধানাস্থল থেকে তিনি এভারকেয়ারে আসেন। হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন তারেক রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত