গণহত্যা মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত পুলিশের সাবেক প্রধান মামুন

সাক্ষাৎকার
Thumbnail image

জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক প্রধান আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (১৬ মার্চ) সকাল ১০টার পর আবদুল্লাহ আল মামুনকে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে গণহত্যা মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে আগামী ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক এই আইজিপি। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত