জাতীয় পার্টিসহ আরও ১৪ দলকে নিষিদ্ধের দাবি

আমার শহর ডেস্ক
Thumbnail image

দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা ১৪ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় জুলাই ঐক্যর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত সাড়ে ১৫ বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা ১৪ দল এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোও দায়মুক্তি পেতে পারে না।

অবিলম্বে এসব দলের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ এবং বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত