নিজস্ব প্রতিবেদক
হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দুটির বাসিন্দারা।
‘হোমনা-মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটির’ উদ্যোগেে আজ রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা সংলগ্ন ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন তারা।
এ সময় বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয় বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে থানার এসআই মো বাবুল হোসেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে, এতে কুমিল্লার আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে।
এবার সীমানা নির্ধারণে দাউদকান্দি ও মেঘনা মিলিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস মিলিয়ে কুমিল্লা-২ আসন করার কথা জানানো হয়।
এর প্রতিবাদে রোববার মানববন্ধনে মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন ঘোষণার দাবিতে এই এলাকার সাধারণ মানুষ আন্দোলন করছে। আমিও এখানে আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেছি।
কমিশন বিধি লঙ্ঘন করে আসন পুনর্বিন্যাস করেছে। আমরা আমাদের আসন পুনর্বহালের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। ”
অন্য বক্তারা বলেন, প্রশাসনিকভাবে হোমনা ও মেঘনা দুই উপজেলা সবসময়ই সম্পৃক্ত। নির্বাচনী আসনের বিন্যাসে এই দুইটি উপজেলাকে পৃথক করে এখানকার মানুষের সঙ্গে অবিচার করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেঘনা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনদুল অদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহিন, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা মো. কাদির হোসেন।
/র
হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দুটির বাসিন্দারা।
‘হোমনা-মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটির’ উদ্যোগেে আজ রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা সংলগ্ন ভাটেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন তারা।
এ সময় বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয় বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে থানার এসআই মো বাবুল হোসেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে, এতে কুমিল্লার আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে।
এবার সীমানা নির্ধারণে দাউদকান্দি ও মেঘনা মিলিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস মিলিয়ে কুমিল্লা-২ আসন করার কথা জানানো হয়।
এর প্রতিবাদে রোববার মানববন্ধনে মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন ঘোষণার দাবিতে এই এলাকার সাধারণ মানুষ আন্দোলন করছে। আমিও এখানে আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেছি।
কমিশন বিধি লঙ্ঘন করে আসন পুনর্বিন্যাস করেছে। আমরা আমাদের আসন পুনর্বহালের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। ”
অন্য বক্তারা বলেন, প্রশাসনিকভাবে হোমনা ও মেঘনা দুই উপজেলা সবসময়ই সম্পৃক্ত। নির্বাচনী আসনের বিন্যাসে এই দুইটি উপজেলাকে পৃথক করে এখানকার মানুষের সঙ্গে অবিচার করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেঘনা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনদুল অদুদ মুন্সী, সদস্য সচিব আজহারুল হক শাহিন, হোমনা উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল নেতা মো. কাদির হোসেন।
/র
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১৬ ঘণ্টা আগেকোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
২০ ঘণ্টা আগে