নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এগুলো হল আগামী বছরের ১২ ফেব্রুয়ারির ২১ দিন (তিন সপ্তাহ) আগে প্রার্থীরা প্রচারণা করতে পারবে। নির্বাচনের ৪৮ ঘন্টা (দুই দিন) আগে প্রচারণা বন্ধ থাকবে।
তবে জাতীয়, আন্তর্জাতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান রিটানির্ং কর্মকর্তার অনুমতি নিয়ে করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল ওই তথ্য জানানো হয়।
এ অবস্থায় কুমিল্লায় এখন বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা নেই। তবে তাঁরা ঘরোয়াভাবে নিজ নিজ কার্যক্রম করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে। এগুলো হল আগামী বছরের ১২ ফেব্রুয়ারির ২১ দিন (তিন সপ্তাহ) আগে প্রার্থীরা প্রচারণা করতে পারবে। নির্বাচনের ৪৮ ঘন্টা (দুই দিন) আগে প্রচারণা বন্ধ থাকবে।
তবে জাতীয়, আন্তর্জাতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান রিটানির্ং কর্মকর্তার অনুমতি নিয়ে করতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল ওই তথ্য জানানো হয়।
এ অবস্থায় কুমিল্লায় এখন বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা নেই। তবে তাঁরা ঘরোয়াভাবে নিজ নিজ কার্যক্রম করছেন।