৬৩১৪ দিন পর সবার আগে বাংলাদেশ শ্লোগান নিয়ে ‘লিডার’ এসেছেন, বক্তব্য শুনতে অধীর আগ্রহ দেশবাসীর

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

৬ হাজার ৩১৪ দিন লন্ডনে নির্বাচিত থাকার পর সবার আগে বাংলাদেশ শ্লোগান নিয়ে ‘লিডার’ তারেক রহমান দেশে এসেছেন। আজ বৃহস্পতিবার বড়দিনে তিনি দেশে ফিরেছেন। বাংলাদেশ এতো বড় ঐতিহাসিক প্রত্যাবর্তন অনুষ্ঠান এর আগে কখনো দেখেনি বলে দাবি বিএনপির নেতাকর্মীদের। বক্তব্য শুনতে অধীর আগ্রহ দেশবাসীর।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলার সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ৩০০ ফিটে। ধীরে ধীরে লাল সবুজ রঙের বাসে করে তাঁকে বরণ অনুষ্ঠান স্থলে নেওয়া হচ্ছে। ৩০০ ফিটে যেতে যেতে তিনি জনতার উদ্দেশ্যে বাসের প্রথম সিটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছেন। বিভিন্ন প্লেকার্ড হাতে, জাতীয় পতাকা ও দলীয় লোগো সংবলিত পতাকা নিয়ে তাঁরা হাজির। বিএনপির নেতাকর্মীরা পতাকা নাড়ছেন। এক নজর দেশের মাটিতে তারেক রহমানকে দেখতে গত দুইদিন আগ থেকেই ঢাকায় দেশের লাখো লাখো নেতাকর্মী। গতকাল ও আজ সকালেও ট্রাকে, বাসে, লঞ্চে, বিমানে, মাইক্রোবাসে, বাসে , ট্রেনে এসেছেন লাখো নেতাকর্মী।

এর আগে ৬ হাজার ৩১৩ দিন আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে রাজনৈতিক নির্বাসনে যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত