নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ ( হোমনা ও তিতাস) ও কুমিল্লা-৫ ( বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে অতিথি প্রার্থীর সম্ভাবনা দেখা দিয়েছে। আসন দুইটিতে বিএনপি স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিতে চায়। এজন্য কুমিল্লার ভিন্ন আসনের দলীয় নেতাকে এমপি প্রার্থী করতে চায়। গত কয়েকদিন ধরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গণে বিষয়টি জোরোসোরে আলোচনা চলছে। কেন্দ্রীয় একাধিক নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। এই আসনে নির্বাচন করতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর বাড়ি দাউদকান্দি উপজেলায়। তবে তিতাস উপজেলায় তাঁর বাড়ি আছে। তিনি তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসনে নির্বাচন করেছিলেন মোশাররফ। এবারও তিনি এই আসনে ভোট করতে চান। তবে দল তাঁকে কুমিল্লা -১( দাউদকান্দি ও মেঘনা) আসনে দলীয় মনোনয়ন দেবে।
কুমিল্লা-২ আসনে ভোট করতে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তাঁর গ্রামের বাড়ি মেঘনা উপজেলায়। আসনবিন্যাসের কারণে মেঘনা এবার হোমনা থেকে আবারও দাউদকান্দিতে চলে যায়। এতে করে আসন হারা সেলিম ভূঁইয়া। কিন্তু তিনি নির্বাচন করতে চান কুমিল্লা -২ আসনে। কুমিল্লা -১ আসনে সেলিম ভূঁইয়ার বাড়ি । তিনি ভোটারও মেঘনায়। ড. খন্দকার মোশাররফ কুমিল্লা-১ আসনের প্রার্থী হওয়ায় তিনি হোমনা ও তিতাসে থাকতে চান। জানতে চাইলে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,‘ আমি কুমিল্লা-২ আসনে প্রার্থী হতে চাই। সেইভাবেই প্রস্তুতি আছে। গণসংযোগ চলছে।’
তবে হোমনা ও তিতাস উপজেলা প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, আজিজুর রহমান মোল্লা ও মো. আক্তারুজ্জামান সরকারসহ আরও কয়েকজন। তাঁরা বলেছেন,‘ কোন অতিথি প্রার্থী তাঁরা মেনে নেবেন না।’
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চান ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চান বিশিষ্ট আইনজীবী আবদুল্লাহ আল মামুন। গতকালও মামুন তাঁর এলাকার প্রচার ও গণসংযোগ করেছেন। আরও কয়েকজন বিএনপি নেতা এই আসনে দলীয় মনোনয়ন চান। এ অবস্থায় বিএনপি এই আসনে কুমিল্লার অন্য একটি আসনের এক নেতাকে দলীয় মনোনয়ন দিতে চায় বলে আলোচনা হচ্ছে। যাঁকে প্রার্থী করলে দল এই আসনটি পুনরুদ্ধার করতে পারবে। তবে ‘আ’ আদ্যক্ষরের এক নেতাকেও এই আসনে দলীয় প্রার্থী করতে পারে বলে আলোচনা আছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় কাকে দলীয় মনোনয়ন দেবেন, সেটা সময়ই বলে দেবে। যাঁকে দিলে দল আসন পাবে, তাঁেকই প্রার্থী করবে। এটা দলের হাইকমান্ডের ব্যাপার। আমরা চাই কুমিল্লার প্রতিটি আসনে ধানের শীষ জয়ী হোক।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -২ ( হোমনা ও তিতাস) ও কুমিল্লা-৫ ( বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে অতিথি প্রার্থীর সম্ভাবনা দেখা দিয়েছে। আসন দুইটিতে বিএনপি স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিতে চায়। এজন্য কুমিল্লার ভিন্ন আসনের দলীয় নেতাকে এমপি প্রার্থী করতে চায়। গত কয়েকদিন ধরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গণে বিষয়টি জোরোসোরে আলোচনা চলছে। কেন্দ্রীয় একাধিক নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। এই আসনে নির্বাচন করতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাঁর বাড়ি দাউদকান্দি উপজেলায়। তবে তিতাস উপজেলায় তাঁর বাড়ি আছে। তিনি তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসনে নির্বাচন করেছিলেন মোশাররফ। এবারও তিনি এই আসনে ভোট করতে চান। তবে দল তাঁকে কুমিল্লা -১( দাউদকান্দি ও মেঘনা) আসনে দলীয় মনোনয়ন দেবে।
কুমিল্লা-২ আসনে ভোট করতে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তাঁর গ্রামের বাড়ি মেঘনা উপজেলায়। আসনবিন্যাসের কারণে মেঘনা এবার হোমনা থেকে আবারও দাউদকান্দিতে চলে যায়। এতে করে আসন হারা সেলিম ভূঁইয়া। কিন্তু তিনি নির্বাচন করতে চান কুমিল্লা -২ আসনে। কুমিল্লা -১ আসনে সেলিম ভূঁইয়ার বাড়ি । তিনি ভোটারও মেঘনায়। ড. খন্দকার মোশাররফ কুমিল্লা-১ আসনের প্রার্থী হওয়ায় তিনি হোমনা ও তিতাসে থাকতে চান। জানতে চাইলে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন,‘ আমি কুমিল্লা-২ আসনে প্রার্থী হতে চাই। সেইভাবেই প্রস্তুতি আছে। গণসংযোগ চলছে।’
তবে হোমনা ও তিতাস উপজেলা প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, আজিজুর রহমান মোল্লা ও মো. আক্তারুজ্জামান সরকারসহ আরও কয়েকজন। তাঁরা বলেছেন,‘ কোন অতিথি প্রার্থী তাঁরা মেনে নেবেন না।’
এদিকে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চান ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি মো. জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান। এই আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চান বিশিষ্ট আইনজীবী আবদুল্লাহ আল মামুন। গতকালও মামুন তাঁর এলাকার প্রচার ও গণসংযোগ করেছেন। আরও কয়েকজন বিএনপি নেতা এই আসনে দলীয় মনোনয়ন চান। এ অবস্থায় বিএনপি এই আসনে কুমিল্লার অন্য একটি আসনের এক নেতাকে দলীয় মনোনয়ন দিতে চায় বলে আলোচনা হচ্ছে। যাঁকে প্রার্থী করলে দল এই আসনটি পুনরুদ্ধার করতে পারবে। তবে ‘আ’ আদ্যক্ষরের এক নেতাকেও এই আসনে দলীয় প্রার্থী করতে পারে বলে আলোচনা আছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় কাকে দলীয় মনোনয়ন দেবেন, সেটা সময়ই বলে দেবে। যাঁকে দিলে দল আসন পাবে, তাঁেকই প্রার্থী করবে। এটা দলের হাইকমান্ডের ব্যাপার। আমরা চাই কুমিল্লার প্রতিটি আসনে ধানের শীষ জয়ী হোক।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ প্রতিহত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগের পরিস্থিতির উন্নতি হবে।
১২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই।
২ দিন আগে