• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

জেলা বিএনপিতে পদ পেতে চান আওয়ামীপন্থী সিবিএ নেতা জাফর

দুদকের মামলার আসামি তিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১: ৫৩
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১: ৫৭
logo

জেলা বিএনপিতে পদ পেতে চান আওয়ামীপন্থী সিবিএ নেতা জাফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১: ৫৩
Photo

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা মো. জাফর সাদিক এবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার জন্য মরিয়া বলে নাঙ্গলকোটের নেতাকর্মীরা জানিয়েছেন। এর আগে জাফর নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্যও ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামে। গত বৃহস্পতিবার নাঙ্গলকোটের বিভিন্ন পূজামণ্ডপে ও গতকাল শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাফরকে বিএনপির এক কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা গেছে।

অভিযোগ উঠেছে, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক নজির আহমেদ ভুঁইয়া ও দুইজন কেন্দ্রীয় নেতা তাঁর পদের জন্য চেষ্টা করছেন।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, অন্য দল থেকে আসা কোন ব্যক্তির দলের পদ পদবিতে থাকার সুযোগ নেই। বিতর্কিত ও সমালোচিত ব্যক্তিদের তো প্রশ্নই আসে না। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে দলের ত্যাগী, পরিশ্রম ও মাঠের কর্মীদের দিয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় রাজউকের ১২ জন কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে। এতে মো. আবু জাফর সাদিকের নাম ১ নম্বরে আছে। এতে জাফর সাদেকের ঠিকানা লেখা হয় রাজধানীর শান্তিনগরের ৩৩ মেহমান টাওয়ার। গ্রামের বাড়ি উল্লেখ করা হয় নাঙ্গলকোটের মকিমপুর গ্রাম। তিনি ওই গ্রামের মো. নুর আহমেদ ও জাহেদা আক্তারের ছেলে। ২০০৬ সালে তিনি রাজউকের কর্মচারী পদে যোগ দেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সিবিএ রাজনীতি করেন। আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। তিনি রাজউক কল্যাণ ট্রাস্টের সভাপতি ছিলেন। ওই সময়ে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। শ্রমিক লীগের অফিসে তিনি বসতেন ও যেতেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি শ্রমিক দলে ভিড়তে যান। এরপর এবার নাঙ্গলকোট ও কুমিল্লা বিএনপিতে প্রবেশ করতে চান। এজন্য লবিস্ট কাজ করছেন তাঁর জন্য। এর বিরুদ্ধে ক্ষিপ্ত নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চলতি বছরের ৬ এপ্রিল অনুমোদিত নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে তাঁর নাম সদস্য হিসেবে তিন নম্বরে ছিল। অভিযোগ রয়েছে, ওই সময়ে তাঁকে সদস্য সচিব করতে মরিয়া ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভুঁইয়া। কিন্তু তাঁর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে সদস্য করা হয়। তাও সদস্য পদে আব্দুল গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম ভুঁইয়ার পরপরই জাফর সাদিকের নাম। দেশের বিভিন্ন গণমাধ্যমে তাঁর দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়।

১৯৮৫ সাল থেকে ছাত্রদল হয়ে যুবদল, বিএনপির রাজনীতি করছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন। তিনি বলেন,‘ নাঙ্গলকোটের কোন রাজনৈতিক কর্মসূচিতে জাফরের দেখা মেলেনি। উনি ঢাকায় আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা। এখন শুনতেছি, কারা নাকি জাফরকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক সব যাচাই করেই সিদ্ধান্ত নেবেন।

অভিযোগ প্রসঙ্গে মো. জাফর সাদিক গতকাল শুক্রবার সন্ধ্যায় আমার শহরকে মুঠোফোনে বলেন,‘ আমি ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ছিলাম। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক ছিলাম। ২০০৬ সালে রাজউকে কর্মচারী পদে যোগদান করি। এরপর আমি আওয়ামী লীগের আমলে সিবিএ করি। সিবিএ করার কারণে বঙ্গবন্ধুর মাজারে টঙ্গীপাড়া গেছি। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনুষ্ঠান করতে হয়েছে। ওই আমলেও আমার বিরুদ্ধে চারটি মামলা হয়। দুদক মামলা করে। আমি নাঙ্গলকোটে কোন রাজনীতি করিনি। এবার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলাম। এখন জেলা কমিটিতে যাওয়ার চেষ্টা করছি। তবে এটা ভাগ্যেও ব্যাপার। চাইলেও যে পদ পাব তা কিন্তু নয়। আমি দল করতে চাই। এমপি উপজেলা চেয়ারম্যান হতে চাই না। সাংবাদিক নঈম নিজাম আমার নানুর আপন চাচাতো ভাই। তাই নাঙ্গলকোটবাসী হিসেবে উনাকে ফুল দিয়েছি। এটা দোষের কিছু না। নাঙ্গলকোটে যে বিএনপির মনোনয়ন পান, আমি তাঁর পক্ষে কাজ করব। আমি আগে নাঙ্গলকোটে ও কুমিল্লায় রাজনীতি করিনি।

তিনি আরও বলেন, দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে। এগুলো নিয়ে তদন্ত চলছে। এলাকায় রাজনীতি করতে আসার কারণে এখন কত কথা তোলা হচ্ছে। আমাকে কুমিল্লা -১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজনই টানতে চান। যার কাছে যাই না তাঁরা নাখোশ হন। আমার বক্তব্য হল যিনি দলের মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে কাজ করব।

Thumbnail image

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা মো. জাফর সাদিক এবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার জন্য মরিয়া বলে নাঙ্গলকোটের নেতাকর্মীরা জানিয়েছেন। এর আগে জাফর নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির সদস্যও ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামে। গত বৃহস্পতিবার নাঙ্গলকোটের বিভিন্ন পূজামণ্ডপে ও গতকাল শুক্রবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জাফরকে বিএনপির এক কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা গেছে।

অভিযোগ উঠেছে, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদ্য বিদায়ী আহবায়ক নজির আহমেদ ভুঁইয়া ও দুইজন কেন্দ্রীয় নেতা তাঁর পদের জন্য চেষ্টা করছেন।

তবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, অন্য দল থেকে আসা কোন ব্যক্তির দলের পদ পদবিতে থাকার সুযোগ নেই। বিতর্কিত ও সমালোচিত ব্যক্তিদের তো প্রশ্নই আসে না। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে দলের ত্যাগী, পরিশ্রম ও মাঠের কর্মীদের দিয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় রাজউকের ১২ জন কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে। এতে মো. আবু জাফর সাদিকের নাম ১ নম্বরে আছে। এতে জাফর সাদেকের ঠিকানা লেখা হয় রাজধানীর শান্তিনগরের ৩৩ মেহমান টাওয়ার। গ্রামের বাড়ি উল্লেখ করা হয় নাঙ্গলকোটের মকিমপুর গ্রাম। তিনি ওই গ্রামের মো. নুর আহমেদ ও জাহেদা আক্তারের ছেলে। ২০০৬ সালে তিনি রাজউকের কর্মচারী পদে যোগ দেন। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি সিবিএ রাজনীতি করেন। আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। তিনি রাজউক কল্যাণ ট্রাস্টের সভাপতি ছিলেন। ওই সময়ে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। শ্রমিক লীগের অফিসে তিনি বসতেন ও যেতেন। গত বছরের ৫ আগস্টের পর তিনি শ্রমিক দলে ভিড়তে যান। এরপর এবার নাঙ্গলকোট ও কুমিল্লা বিএনপিতে প্রবেশ করতে চান। এজন্য লবিস্ট কাজ করছেন তাঁর জন্য। এর বিরুদ্ধে ক্ষিপ্ত নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চলতি বছরের ৬ এপ্রিল অনুমোদিত নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে তাঁর নাম সদস্য হিসেবে তিন নম্বরে ছিল। অভিযোগ রয়েছে, ওই সময়ে তাঁকে সদস্য সচিব করতে মরিয়া ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভুঁইয়া। কিন্তু তাঁর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে সদস্য করা হয়। তাও সদস্য পদে আব্দুল গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম ভুঁইয়ার পরপরই জাফর সাদিকের নাম। দেশের বিভিন্ন গণমাধ্যমে তাঁর দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়।

১৯৮৫ সাল থেকে ছাত্রদল হয়ে যুবদল, বিএনপির রাজনীতি করছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন। তিনি বলেন,‘ নাঙ্গলকোটের কোন রাজনৈতিক কর্মসূচিতে জাফরের দেখা মেলেনি। উনি ঢাকায় আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা। এখন শুনতেছি, কারা নাকি জাফরকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক সব যাচাই করেই সিদ্ধান্ত নেবেন।

অভিযোগ প্রসঙ্গে মো. জাফর সাদিক গতকাল শুক্রবার সন্ধ্যায় আমার শহরকে মুঠোফোনে বলেন,‘ আমি ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ছিলাম। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক ছিলাম। ২০০৬ সালে রাজউকে কর্মচারী পদে যোগদান করি। এরপর আমি আওয়ামী লীগের আমলে সিবিএ করি। সিবিএ করার কারণে বঙ্গবন্ধুর মাজারে টঙ্গীপাড়া গেছি। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে অনুষ্ঠান করতে হয়েছে। ওই আমলেও আমার বিরুদ্ধে চারটি মামলা হয়। দুদক মামলা করে। আমি নাঙ্গলকোটে কোন রাজনীতি করিনি। এবার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলাম। এখন জেলা কমিটিতে যাওয়ার চেষ্টা করছি। তবে এটা ভাগ্যেও ব্যাপার। চাইলেও যে পদ পাব তা কিন্তু নয়। আমি দল করতে চাই। এমপি উপজেলা চেয়ারম্যান হতে চাই না। সাংবাদিক নঈম নিজাম আমার নানুর আপন চাচাতো ভাই। তাই নাঙ্গলকোটবাসী হিসেবে উনাকে ফুল দিয়েছি। এটা দোষের কিছু না। নাঙ্গলকোটে যে বিএনপির মনোনয়ন পান, আমি তাঁর পক্ষে কাজ করব। আমি আগে নাঙ্গলকোটে ও কুমিল্লায় রাজনীতি করিনি।

তিনি আরও বলেন, দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে। এগুলো নিয়ে তদন্ত চলছে। এলাকায় রাজনীতি করতে আসার কারণে এখন কত কথা তোলা হচ্ছে। আমাকে কুমিল্লা -১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজনই টানতে চান। যার কাছে যাই না তাঁরা নাখোশ হন। আমার বক্তব্য হল যিনি দলের মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে কাজ করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

‘নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদের গণভোট নেওয়া যায়’

২

জেলা বিএনপিতে পদ পেতে চান আওয়ামীপন্থী সিবিএ নেতা জাফর

৩

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি

৪

কুমিল্লার সাবেক ছাত্রদল নেতা ভিপি জসিমের মৃত্যুতে শােক জানিয়েছেন মহাসচিব

৫

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ওলামা দলের দোয়া মাহফিল

সম্পর্কিত

‘নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদের গণভোট নেওয়া যায়’

‘নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদের গণভোট নেওয়া যায়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে বিপক্ষে মতামত নেওয়া যায়।

১২ ঘণ্টা আগে
শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি

১ দিন আগে
কুমিল্লার সাবেক ছাত্রদল নেতা ভিপি জসিমের মৃত্যুতে শােক জানিয়েছেন মহাসচিব

কুমিল্লার সাবেক ছাত্রদল নেতা ভিপি জসিমের মৃত্যুতে শােক জানিয়েছেন মহাসচিব

২ দিন আগে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ওলামা দলের দোয়া মাহফিল

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ওলামা দলের দোয়া মাহফিল

২ দিন আগে