কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা টাউন হল মাঠে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও মুক্তিযোদ্ধা সংসদ। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য , বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ফুল দেন। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোকসজ্জা করা হয়। এইদিন মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, বার্ড, বাখরাবাদ, বিভিন্ন স্কুল ও কলেজের উদ্যোগে দিনটি পালন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো খাবার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, একাত্তরের চেতনাকে ধারণ করে বাঙালি এখন আরও বেশি এগিয়ে যাচ্ছে।

বিএনপি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে আলোচনা সভা করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত