নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানি পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গতকাল সোমবার এসব তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সোমবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।
অন্যদিকে সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১৭ হাজার ৯৭০টি বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ টি শাড়ি, ১৩৫ টি কাশ্মীরি শাল, ৫৭ টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ মালামাল কাস্টমস এ জমা করা হবে।
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে এক কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ চোরাচালানি পণ্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গতকাল সোমবার এসব তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সোমবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন প্রকার মোবাইল ফোন আটক করে। যার মূল্য ৫১ লাখ ৯৯ হাজার ৮৫৪ টাকা।
অন্যদিকে সোমবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ১৭ হাজার ৯৭০টি বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ টি শাড়ি, ১৩৫ টি কাশ্মীরি শাল, ৫৭ টি শার্ট, ৩৯৬টি গেঞ্জি এবং একটি মিনি ট্রাক আটক করে। যার মূল্য ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ মালামাল কাস্টমস এ জমা করা হবে।