কুমিল্লায় নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় আত্বীয় স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সাথে কোলাকুলি করেন হাসনাত আবদুল্লাহ।

নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে।

হাসনাতকে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আবদুল্লাহর সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা অনেকেই।

নামাজ শেষে এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এদিকে দিনভর হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসুচি রয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত