আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে হাসনাত আব্দুল্লাহের এলাকায় বিক্ষোভ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহের এলাকা কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। শনিবার (২২ মার্চ) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলার দেবীদ্বার উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থী নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজী সাফরিন জোহা, সিয়াম ইসলাম, মো. নাফিস, কাজী নাছির।
এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে আহত সিয়াম মজুমদার, আতিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সৌরভ হাসান, মো. ইফরান খাঁন, মো. আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল রাশেদ রাফসান, মেহেদী হাসান তানজীম, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, মো. সবুজ, শরীফুল ইসলাম, নাসিফসহ দেবিদ্বারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে, করতে হবে’ ‘ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত’, ‘হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ’ বিভিন্ন স্লোগান দেয় ছাত্রজনতা।

বক্তারা বলেন, ছয়সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলবো, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত