দেবীদ্বারে ২৫০ পরিবারের মাঝে বন্ধু উন্নয়ন সংস্থার কোরবানির মাংস বিতরণ

এবিএম আতিকুর রহমান বাশার
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে বন্ধু উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২৫০ অসহায় পরিবারের মাঝে পশু কোরবানির মাংস ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে বিদেশ ফাউন্ডেশন ও জিএফবি গ্রুপ ইউএসএ এর অর্থায়নে ৩টি গরু জবাই করে বন্ধু উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পশু কোরবানির ওই মাংস উপহার হিসেবে ২৫০ অস্বচ্ছল পরিবারগুলোর হাতে তুলে দেন।

বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম,এ, ওয়াদুদ’র সভাপতিত্বে এবং আবুল হোসেন’র সঞ্চালনায় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর বোর্ড সেক্রেটারি সুলতান আহমেদ ভূইয়া, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার আকবর, দেবীদ্বার সার্কেল এএসপি মোঃ শাহিন মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, অধ্যক্ষ আব্দুস সাত্তার।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মোঃ কবির হোসেন, মিজানুর রহমান, মোশারফ হোসেন ভূঁইয়া, মোহাম্মদপুর নূরানী- হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক ফরহাদ, বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমূখ।

মাংস উপহার পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। মাংস হাতে পেয়ে ষাটোর্ধ হালিমা বেগম জানান, গরীব মানুষ তাই কোরবানি দিতে পারি নাই, এখান থেকে গরুর মাংস দিয়েছে তা দিয়ে আমি আমার মেয়ের জামাই ও নাতি নাতনিদের দাওয়াত দিয়ে খাওয়াবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত