দ্রুত গতির মোটরসাইকেলের গাছে ধাক্কা, ছিটকে পড়ে কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, দেবীদ্বার
আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭: ৫৭
Thumbnail image

দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল পৌনে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ লক্ষীপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন মসজিদে কোবার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সাইদুল মহাসড়কের কংশনগর থেকে দেবীদ্বারের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতি থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এসময় সাইদুল সড়কে ছিটকে পড়ে। তার মাথা ফেটে মগজ বেরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় কোন হেলমেট ছিল না।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ আছে। দুর্ঘটনার পর পরিবার তার লাশ বাড়িতে নিয়ে যায়। পুলিশ সেখানে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত