কুমিল্লায় হত্যামামলা যুবলীগ সভাপতি আবুল কাসেম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, দেবীদ্বার
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে সাব্বির হত্যা মামলায় উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে (৬০) গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

গতকাল শনিবার কুমিল্লা নগরের ছাতিপট্টি জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কাসেম ওমানী দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের প্রয়াত মহব্বত আলীর ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হত্যা মামলার ৫ নম্বর আসামী।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকার প্রয়াত আলমগীর হোসেনের ছেলে। ওই ঘটনায় দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে গত বছরের ১৪ সেপ্টেম্বর আদালতে ৯৯ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনসহ ২৪৯ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত