দেবীদ্বারে সহপাঠিদের সাথে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিহত

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ১৪
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে গোসল করতে পুকুরে নেমে ইব্রাহীম খলিল (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহীম খলিল(১১) নবিয়াবাদ গ্রামের (উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ভূইয়া বাড়ির) মোঃ কাউছার আহমেদ বড় এর পুত্র।

ইব্রাহিম খলিল(১১) স্থানীয় নবিয়াবাদ দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেনির শিক্ষার্থী ছিল। দুপুরে বাড়ির সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নবিয়াবাদ পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নিহতের খবর কেউ জানায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত