কুমিল্লায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

রোববার (২২ জুন) দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান(২৬)কে গ্রেপ্তার করে এবং সোমবার সকালে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।

আটক মোঃ সাদেকুর রহমান(২৬) উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন’র আসাদনগর গ্রামের মো. আলমগীর হোসেনের পুত্র। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। ওই মামলার সন্ধিগ্ধ আসামী মো. সাদেকুর রহমান।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক মোঃ সাদেকুর রহমান গুলিবিদ্ধ রুবের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্ধিগ্ধ আসামী। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত