কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে

দেবীদ্বারে বিএনপির রেজভী গ্রুপের বিক্ষোভ

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১: ৪৪
Thumbnail image

সারা দেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার, চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রবাকান্ডার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মূন্সী’র নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

সমাবেশ চলাকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা হাজার হাজার জনতার চাপে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। ফলে দূর্ভোগে পড়ে কয়েকশত যাত্রী ও মাল পরিবহন। আজ বুধবার বিকেল পৌনে ৫টায় কর্মসূচী শেষ করে যানহাহন চলাচলের সুযোগ করে দেয়া হয়।

আজ বুধবার বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে ওই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়।

দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠানের সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিভীউল আহসান মূন্সী।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। বিভিন্ মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। যাতে আগামী নির্বাচন নির্বাচন যখাসময়ে না হতে পারে। তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থেকে রাজ পথে আন্দোলন করে যাওয়ার আহবান জানান।

এর আগে আজ বুধবার সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতক্ষিণ শেষে দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।

বিএনপি উভয় গ্রুপের মিছিলে সহস্র কন্ঠে,- ‘জামাত-শিবির-রাজাকার’ এই মূহুর্তে বাংলা ছাড়’। ‘শহীদ জিয়ার বাংলাদেশে- রাজাকারদের ঠাই নেই’। স্বাধীনতার শত্রুরা-হুশিয়ার সাবধান’। ২৪’র দালালেরা হুশিয়ার সাবধান’। ‘এক বোতলে রেসিপি জামাত- এনসিপি’সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল উপজেলা সদর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত