হাসনাত আব্দুল্লার উদ্যোগে ‘ইনসাফ’ সংগঠনের ৪ হাজার লোকের মেজবানী আয়োজন

এবিএম আতিকুর রহমান বাশার
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সহযোগীতায় এবং ‘ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড ফেয়ারনেস(ইনসাফ)’র উদ্যোগে রোববার (০৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওই মেজবানীর আয়োজন করা হয়।

রোববার উপজেলা পৌর মিলনায়তনে এ ‘মেজবান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত ‘মেজবান’ অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহর ২০১৪ এসএসসি ব্যাচের বন্ধুদের ছাড়াও বিভিন্ন এসএসসি ব্যাচ, রাজনৈতিক দলের নেতা- কর্মী, প্রশাসন, শিক্ষক, গনমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ ব্যপারে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,এ মেজবান অনুষ্ঠানটি ‘ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্ট এন্ড ফেয়ারনেস(ইনসাফ)’র তত্বাবধানে আয়োজন করা হয়। উক্ত সংগঠনের আমিও একজন সদস্য। দল নিরপেক্ষ এ অনুষ্ঠানে আমার এসএসসি ২০১৪ এসএসসি ব্যাচের বন্ধুদের ছাড়াও বিভিন্ন এসএসসি ব্যাচ, রাজনৈতিক দলের নেতা- কর্মী, প্রশাসন, শিক্ষক, গনমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগনের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে সকলের উপস্থিতিতে বেশ প্রাঞ্জল পরিবেশে অনুষ্ঠানে সর্বস্তরের জনগনের উপস্থিতি ছিল সন্তুষজনক।

এর আগে হাসনাত আব্দুল্লাহ ঈদের দিন সকালে দেবীদ্বার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে দেবীদ্বার নিউমার্কেট তার নিজ কার্যালয়ের সামনে- জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের জন্য তিনি ৫ টি গরু কোরবানী দেন। ওই গরুর মাংসগুলো প্যাকেট করে বৃষ্টিতে ভিজে নিহত ও আহত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন। আত্মত্যাগের এই পবিত্র কুরবানির ঈদে এনসিপি পরিবার এবার তাদের পাশে দাঁড়িঢে বেশ সুনাম অর্জন করেন।

অনুষ্ঠানে তত্বাবধানে ছিলেন, ‘ইনসাফ’র তত্বাবধায়ক আহমেদ শুভ, যুগ্ম-তত্বাবধায়ক ডাঃ মো. আল আমিন, মীর্জা মো. সাকিল, আজহারুল হক সিয়াম, সরকার সাকিব।

‘ইনসাফ’র তত্বাবধায়ক আহমেদ শুভ জানান, পুরো অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক প্রোগ্রাম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত