দেবীদ্বারে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিনগত মধ্যরাতে উপজেলার ভিংলাবাড়ি দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকার হোসেন মিয়ার স্ত্রী শিউলি আক্তার (৩০)। তাকে ৬০পিস ইবাবাসহ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া একই এলাকার বিল্লাল মিয়ার পুত্র জুয়েল(২০), জয়নাল মিয়ার পুত্র জাকারিয়া(৩৫), লতিফ মিয়ার পুত্র সেলিমকে (৩০) মাদক ক্রয়-বিক্রয়কালে ৫২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত