দেবীদ্বারে যানজট নিরসনে কুমিল্লা-সিলেট মহাসড়কে রুট ডিভাইডার নির্মাণ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

যানজট নিরসনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় বহুল প্রত্যাশিত ‘রুট ডিভাইডার’ নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ প্রকল্পের কাজ চলমান। পবিত্র ঈদুর আজহার পূর্বে যানজট নিরসনে ‘ডিভাইডার’ নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন কতৃপক্ষ।

স্থানীয়রা জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কটি প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের চলাচলের কেন্দ্রবিন্দু। দেবীদ্বার নিউমার্কেট এলাকায় দীর্ঘদিন ধরেই যানজট একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সমস্যা সমাধানে জনদুর্ভোগ লাঘব ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে মূল সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণের সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও যাদের প্রচেষ্টায় আজকে এই ডিভাইডার নির্মাণ কাজ শুরু হয়েছে। ‘ডিভাইডার’ নির্মাণ কাজ শুরু হওয়ায় ব্যবসায়ী, পথচারী, গাড়িচালক ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং এলাকার যানজট পরিস্থিতি উন্নয়নে রুট ডিভাইডার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, সড়কের যানজট কমিয়ে এনে যান চলাচল নির্বিঘ্ন করতে ‘ডিভাইডার’ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশাকরছি আগামী ঈদুল আজহার পূর্বেই ডিভাইডারের কাজ সম্পন্ন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত