দেবীদ্বারে আ.লীগ নেতা ফখরুল গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলার বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মো. ফখরুল আলমকে (৫১) গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

গত মঙ্গলবার রাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মো. ফখরুল আলম উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামের প্রয়াত আব্দুল হামিদ মাস্টারের ছেলে এবং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বক্করের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. ফখরুল আলম। আবু বকর এখনো চিকিৎসাধীন ।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে ফখরুল আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবু বকরকে হত্যার চেষ্টার তথ্য প্রমাণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত