দেবীদ্বারে গোমতী নদীতে দিনভর ভাসছে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

দেবীদ্বার গোমতী নদীতে দুপুর থেকে চলমান স্রোতে ভাসছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার গোমতী নদীর জাফরগঞ্জ এলাকায় রোববার (৮ জুন) দুপুরে প্রথমে দেখা যায়।

পরে কালিকাপুর গোমতী নদীর ব্রীজ অতিক্রম করে দুপুর ১ টায়। ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোমতী নদীতে লাশ ভাসছে ঘটনাটি ভাইরাল হয়।

গণমাধ্যমকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবশেষ তথ্য অনুযায়ী লাশটি পৌরসভার ভিংলাবাড়িতে দেখতে পান।

এবিষয়ে দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াছ বলেন, বিকেলে নদীতে লাশ ভাসছে খবর পেয়েছি, কিন্তু স্রোতে ভাসতে থাকাতে আমরা উদ্বারে যেতে পারিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত