দেবীদ্বারে নির্জন এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ২০
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারের নির্জন এলাকার একটি জঙ্গল থেকে ৪০ উর্ধ এক অজ্ঞাত নারীর মৃতদেহ পাওয়া গেছে।

সংবাদ পেয়ে আজ মঙ্গলবার বেলা দেড়টার সময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।

ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ীর পাশের একটি নির্জন জঙ্গলে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টায় গ্রামের মৃতঃ আজগর আলীর পুত্র বুদ্ধি প্রতিবন্দী ফরিদ মিয়া(৬০), কচুর লতি উঠাতে যেয়ে ওই অজ্ঞাত নারীর মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের বিষয়টি জানালে, তারা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, গৌরসার গ্রামের সরকারী প্রাথমিমক বিদ্যালয়ের পূর্বপাশে একটি বিশাল এলাকাজুড়ে প্রায় ৮টি পুকুর রয়েছে। পুকুরগুলোর চতুপার্শ্বে বাঁশ ঝার ও নানা গাছ গাছালির জঙ্গলে ভরপুর। জমি পুকুর এবং বাড়ির মালিক সাবেক এমপি ক্যাপ্টেন সুজাত আলী, মৃতঃ ইউছুফ আলীর পুত্র ডেলি ষ্টারের সাংবাদিক এজাজুর রহমান ভুলু এবং অন্যান্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এবং প্রবাসে থাকেন। নির্জন এ এলাকায় দিনের বেলায় সাধারন মানুষের চলাচল নাই বললেই চলে। রাতে চলে মাদকসেবী ও নানা অপরাধ সংগঠকদের আনাগোনা। এদের বিরুদ্ধে কারোর মুখ খোলার সাহস নেই বলেও তারা জানান।

নাম না প্রকাশের স্বার্থে একাধিক ব্যাক্তি জানান, এ জঙ্গলে রাতে যাদের বিচরণ দেখা যায়, তাদের অথিকাংশই প্রভাবশালী ব্যাক্তিদের সন্তান। যারা প্রতিবাদ কিংবা অপরাধীদের অভিভাবকদের কাছে বিচার চেয়েছেন, তারা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। ওই অজ্ঞাত নারীকে কোন কারনে বা ধর্ষণ শেষে শ্বাস রোধে হত্যাপূর্বক এখানে ফেলে গেছেন।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি স্পর্শকাতর। এ অজ্ঞাত মুসলিম নারীকে হত্যাপূর্বক প্রায় দু’দিন পূর্বে এ নির্জন জঙ্গলে কেউ ফেলে গেছে। চল্লিশউর্ধ এ নারী শরীরে তেমন পচন না ধরলেও মুখোমন্ডল পোকা বাসা বেঁেধ রাখায় চেহারা বুঝা যায়না। তবে পেটের অংশ ফুলার কারনে গর্ভবতী ছিল বলে ধারনা করা হচ্ছে। সিআইডি এবং পিবি আই ও নারী পুলিশকে খবর দেয়া হয়েছে। ওনারা আসলে লাশের ছোরতহাল তৈরীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত