দেবীদ্বারে হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২: ৫৪
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিয়া হাজারী(৩৫) দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের হাজারী বাািড়র মো. হাবিবুর রহমান হাজারীর ছেলে। সে পৌর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি

বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জ ইটভাটায় ইট কেনার সময় তাকে পুলিশ আটক করে।

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপর দিকে ৫ আগস্ট উল্লসীত জনতা দেবীদ্বার থানা ঘেড়াউ করতে গিয়ে পুলিশের গুলিতে সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির(১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমিনুল ইসলাম সাব্বির পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র।

গ্রেপ্তাার হওয়া সেচ্ছাসেবক লীগ নেতা জিয়া হাজারী জানান, আমি ওই কোন হত্যাকান্ডের সাথে জড়িত নই, তবে আজই জানলাম আমার বিরুদ্ধে দু’টি হত্যা মামলা হয়েছে।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ একটি ইটভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়া হাজারী, রুবেল এবং ছাব্বির হত্যা মামলার এজহার নামীয় আসামী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত