দেবীদ্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুন(৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

আঃ কুদ্দুস(৫০) দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত: মজু মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে।

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক (বাদশা) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা আঃ কুদ্দুস এজহারভূক্ত আসামী না হলেও তাকে ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রফতার করা হয়। আঃ কুদ্দুস রুবেল হত্যা মামলার সন্ধিগ্ধ আসামী। ভিডিও ফুটেজে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিরোধী অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে আজ দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত