বৈষম্যবিরোধী আন্দোলন

রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার দিবাগত ভোর রাতে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বজলুর রহমান উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের প্রয়াত বাদশা মিয়ার পুত্র এবং রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। বজলুর রহমান রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল(৩৩)।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বজলুর রহমানকে গ্রেফবারপূর্বক সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত