দেবীদ্বারে স্থানীয়দের সহায়তায় গোমতী নদী থেকে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩: ০৯
Thumbnail image

অভিনব কৌশলে মাদক পাচারকালে স্হানীয়দের সহায়তায় কুমিল্লার দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ১৭৮ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পুরান বাজার কুশাগাজী বাড়ির সামনের গোমতী নদী থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় বাসিন্দা সালাম ও রোবেল গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়ে নদীতে পানির স্রোতে কাঠের বেড়ার মত মুড়ানো কিছু মূল্যবান জিনিস ভাসতে দেখতে পান। পরে তারা এগুলো টেনে নদীর পাড়ে নিয়ে আসেন। তারপর এগুলো খুলে মাদকদ্রব্য দেখতে পান। পরে স্হানীয় কয়েকজন দেবিদ্বার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ৫০ বোতল বিদেশী মদ এবং ১২৮ ক্যান বিয়ার উদ্ধার করে থানায় নিয়ে যায়। তারা আরো জানান, ধারণা করা হচ্ছে গোমতী নদীর পানি স্রোতে অভিনব কায়দায় মাদক গুলো পাচার করা হচ্ছিল।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমরা এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আপাতত অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত চক্রের কাজ হতে পারে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত