কুমিল্লায় রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৫: ৩২
Thumbnail image

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ২ টায় ডিবি পুলিশের একটি দল, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামী, হাজী জালাল উদ্দিন ভূঁইয়া(৫০)কে চান্দিনা উপজেলার ধানসিড়ি এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন।

হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (৫০) উপজেলার ১২ নং ভাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের সূর্য়পুর গ্রামের ভূইয়া বাড়ির মৃতঃ আব্দুল হামিদদের পুত্র।

এ ব্যাপারে বুধবার(১৮ জুন) বেলা ২ টায় কুমিল্লা ডিবি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ, ইউপি চয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন আদালতে পাঠাচ্ছি, পরে বিস্তারিত জানাব।

এ ব্যপারে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, শুনেছি গত রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে রুবেল হত্যা মামলায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত