হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ও সেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার-৩

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা ও আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে এজহার নামীয় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জেলা ও উপজেরা দুই নেতা ও পৌর সেচ্ছাসেবক লীগ’র এক নেতাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মৃত: মতিন সরকারের পুত্র মো. এমরান হোসেন সরকার(২৮), সে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ কুমিল্লা (উঃ) জেলার সাবেক সহ-সাধারন সম্পাদক। উজলার ভানী ইউনিয়নের খাদগর গ্রামের কামরুজ্জামান ভূঁইয়ার পুত্র মো. ফরহাদ আহমেদ ভূঁইয়া(২৬), সে উপজেলা ছাত্রলীগের সদস্য এবং দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত: জয়নাল আবেদীনের পুত্র আব্দুর রাজ্জাক(৩৮) সে দেবীদ্বার পৌর সেচ্ছাসেবক লীগ’র সাধারন সম্পাদক।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা ও হত্যার উদ্দেশ্যে আবুবকরকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলাসহ ২ মামলার এজহারভূক্ত আসামী পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক (৩৮) এবং একইদিনে হত্যার উদ্দেশ্যে আবুবকরকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক এমরান ও উপজেলা ছাত্রলীগ সদস্য ফরহাদ(২৬)কে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, গত রাতে অভিযান চালিয়ে এমরান, ফরহাদ ও রাজ্জাক নামে ৩ জনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে। এরা ৩ জনই গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা ও আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার এজহারভূক্ত আসামী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত