দেবীদ্বারে সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩: ১৪
Thumbnail image

কুমিল্লা দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে সায়েমা আক্তার(১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সায়েমা ওই এলাকার সৌদি প্রবাসী ইয়ার হোসেনের বড় মেয়ে। সে খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার জানান, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলো সে। রাত আনুমানিক বারোটার সময় বিদ্যুৎ চলে যায় এর কিছুক্ষন পর হঠাৎ সায়েমা ঘুম থেকে চিৎকার করে উঠে। তাৎক্ষণিক পাশের কক্ষ থেকে দৌড়ে এসে দেখি তার হাতে সাপের কামড়। এরপর সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, স্কুল শিক্ষার্থী সাপের কামড়ে মৃত্যুর বিষয়ে নিহতের পরিবার আমাদের জানায়নি। অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত