নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মার্কেট থেকে নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে হোমনা-বাঞ্চারামপুর ওভারব্রিজ ও হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন শুক্রবার বেলা বারোটার দিকে হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে হোমনা-বাঞ্চারামপুর ওভার ব্রিজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সে হোমনা বাজার থেকে মার্কেটিং করে বাড়ি যাওয়ার সময় হোমনা-বাঞ্চারামপুর ওভারব্রিজ থেকে ১০০ গজ দূরে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানসহ চালক আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত