ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌরবাজার প্রদক্ষিণ করে বটতলায় শেষ হয়। নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বটতলায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জামায়াতে ইসলামী সেক্রেটারী ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতে ইসলামী আমীর হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশন সহ-সভাপতি মাস্টার আবদুল করিম, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা ইউছুফ আলী, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী নুরুল ইসলাম হাছান, সহকারি সেক্রেটারী মাওলানা ইয়াছিন মজুমদার, নাঙ্গলকোট পৌরসভা সেক্রেটারী এ্যাডভোকেট আনোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজীসহ, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত